Wednesday, March 4, 2020

গাড়ল পালন করে শূন্য হতে লাখপতি মেহেরপুরের শিশির | Sheep Farming in Bangladesh

গাড়ল পালন করে শূন্য হতে লাখপতি মেহেরপুরের শিশির | Sheep Farming in Bangladesh মেহেরপুরের শিশির সাহেব আজ থেকে বিশ বছর পূর্বে শখের বসে তিনটি গাড়ল পালন শুরু করেন। তিনি বঝতে পারেন গাড়ল পালন করে বেশ ভাল অর্থ উপার্জন করা সম্ভব। বিশ বছর পূর্বে শখের বসে পালন করা গাড়ল এখন তার আয়ের প্রধান উৎস। একটা সময়ে অভাব অনটনের সঙ্গে যুদ্ধ করা শিশির সাহেবের খামারে এখন হাজারের উপরে গাড়ল। আমরা আজ এসেছি শিশির সাহেবের খামারে, জানব তার কাছ থেকে গাড়ল পালনের বিস্তারিত। Follow us: Blogger: https://ift.tt/2dlwyRS Twitter: https://twitter.com/shapla_kitchen Google+: https://ift.tt/2E44RKD Facebook: https://ift.tt/2LQyxyN

No comments:

Post a Comment