Saturday, July 25, 2020

বড় গরুর ক্রেতা নাই উল্লাপাড়ার গ্যাসলাইন হাটে। গরু বিক্রেতাদের আর্তনাদ

বড় গরুর ক্রেতা নাই উল্লাপাড়ার গ্যাসলাইন হাটে। গরু বিক্রেতাদের আর্তনাদ বড় গরুর ক্রেতা নাই উল্লাপাড়ার গ্যাসলাইন হাটে। গরু বিক্রেতাদের আর্তনাদ ২৪ জুলাই ২০২০ তারিখে আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাসলাইন পশুর হাটে। এই হাট উওরবঙ্গের মধ্যে একটি প্রসিদ্ধ হাট। এখানে প্রচুর পরিমানে ষাঁড় গরু পাওয়া যায়। প্রতি বছরের ঈদের হাটের মতো এবারও প্রচুর খামারী তাদের বড় বড় ষাঁড় গরুগুলি গ্যাসলাইন হাটে তুলেছেন কোরবানীর ঈদে বিক্রি করার জন্য। কিন্তু এবার হাটে বড় গরুর ক্রেতা একদমই নেই। গরু বিক্রেতারা ভীষন হতাশার মাঝে আছেন যে এবার কি তারা তাদের গরু বিক্রি করে খরচ তুলতে পারবেন কিনা?

No comments:

Post a Comment