Friday, August 14, 2020

অল্প বয়সে হাঁস পালন করে পরিবারের হাল ধরলো শাহীন

অল্প বয়সে হাঁস পালন করে পরিবারের হাল ধরলো শাহীন অল্প বয়সে হাঁস পালন করে পরিবারের হাল ধরলো শাহীন শাহীন একজন শিক্ষিত যুবক। এবার তিনি এইচ, এস, সি পরিক্ষার্থী। কৃষক পরিবারে জন্ম শাহীনের। পরিবারে ছিল অভাব অনটন। তাই পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে অল্প বয়সে শুরু করেন হাঁস পালন। হাঁস পালন করে তিনি নিজের পড়ালেখার খরচ চালাচ্ছেন সেই সঙ্গে আয় করছেন বাড়তি অর্থ নিজের পরিবারের জন্য।

No comments:

Post a Comment