Monday, December 16, 2024

চট্টগ্রাম জেলায় গরু মহিষের জন্য বিখ্যাত সরকার হাট | Cow Market in Chittagong

চট্টগ্রাম জেলায় গরু মহিষের জন্য বিখ্যাত সরকার হাট | Cow Market in Chittagong চট্টগ্রাম জেলায় গরু মহিষের জন্য বিখ্যাত সরকার হাট | Cow Market in Chittagong হাট পরিক্রমায় আজ আমরা এসেছি চট্টগ্রাম জেলার আনোয়ার উপজেলার বিখ্যাত সরকার হাটে। এটি চট্টগ্রামের অন্যতম প্রসিদ্ধ গবাদী পশুর হাট এবং হাট বসে সপ্তাহের প্রতি শুক্র ও সোমবার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারিরা হাটে উন্নত জাতের ষাঁড় গরু, গাভী গরু ও বিভিন্ন আকৃতির মহিষ নিয়ে আসেন। চট্টগ্রামের খামারীরা এবং কৃষকরা এই হাটে আসেন তাদের পছন্দের গরু সংগ্রহ করার জন্য। আমরা আজ দেখবো এই হাটে কি কি প্রজাতির গরু ও মহিষ পাওয়া যায় এবং এই হাটে গবাদী পশু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। Follow me on Instagram: https://ift.tt/pMQcaW3

No comments:

Post a Comment