Tuesday, January 21, 2025

Rural Village Market Day in Bangladesh | গ্রামের সাপ্তাহিক হাট বাজার

Rural Village Market Day in Bangladesh | গ্রামের সাপ্তাহিক হাট বাজার Rural Village Market Day in Bangladesh | গ্রামের সাপ্তাহিক হাট বাজার গ্রামীন জনপদের অর্থনীতির কেন্দ্রবিন্দু গ্রামীন হাট বাজার। গ্রাম্য হাট সাধারণত সপ্তাহের এক অথবা দুই দিন বসে। হাটে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপন্য ও গৃহপালিত হাঁস মুরগী নিয়ে আসেন এবং হাটবারে হাটুরেরা আসেন তাদের প্রয়োজনীয় পন্য সংগ্রহ করতে। আজ আমরা গ্রামীন হাট দেখতে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া মোহনপুর হাটে। শীতকালীন সবজীতে ও বিলের মাছে হাট এখন ভরপুর। Follow me on Instagram: https://ift.tt/XS93Cpi

No comments:

Post a Comment