Thursday, February 13, 2025

Traditional Four Hundred Years old Poradoho Mela | ঐতিহ্যবাহী বগুড়ার পোড়াদহ মেলা

Traditional Four Hundred Years old Poradoho Mela | ঐতিহ্যবাহী বগুড়ার পোড়াদহ মেলা Traditional Four Hundred Years old Poradoho Mela | ঐতিহ্যবাহী বগুড়ার পোড়াদহ মেলা মাঘ মাসের শেষে জমে উঠেছে বগুড়ার বিখ্যাত পোড়াদহ মেলা। এই মেলাকে স্থানীয়ভাবে জামাই মেলা হিসেবে অবহিত করা হয়। মেলাকে কেন্দ্র করে এলাকায় সাজ সাজ রব পড়ে গেছে। মেলাতে পাওয়া যায় বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ, ভিন্ন ভিন্ন আকৃতি ও স্বাদের মিষ্টি। এছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুড়ি মুড়কিসহ বিভিন্ন প্রকারের মুখরোচক খাবার। প্রায় চারশত বছরের পুরাতন এই মেলা গ্রামীন সংস্কৃতির অংশ। Follow me on Instagram: https://ift.tt/frsgFNV

No comments:

Post a Comment