Tuesday, April 22, 2025

হাটে আসতে শুরু করেছে কোরবানীর ষাঁড় গরু | Best Quality Bulls for Eid Ul Adha

হাটে আসতে শুরু করেছে কোরবানীর ষাঁড় গরু | Best Quality Bulls for Eid Ul Adha হাটে আসতে শুরু করেছে কোরবানীর ষাঁড় গরু | Best Quality Bulls for Eid Ul Adha জমে উঠতে শুরু করেছে গ্রাম গঞ্জের কোরবানীর পশুর হাট। সিরাজগঞ্জ জেলার বিখ্যাত বোয়ালিয়া হাটে কৃষকেরা নিয়ে এসেছেন কোরবানী উপযোগী বড় বড় ষাঁড় গরু। হাট পরিক্রমায় আজ আমার অবস্থান বিখ্যাত বোয়ালিয়া হাটে। হাট বসে সপ্তাহের প্রতি রবিবার। আজ হাটবারে ষাঁড় গরুর আমদানী কেমন হয়েছে এবং বিক্রেতারা কেমন দর হাঁকছেন কোরবানী উপযোগী ষাঁড় গরুর সেটাই জানার চেষ্টা করছি। Follow Me on Instagram: https://ift.tt/wZpdxKS

No comments:

Post a Comment