Thursday, July 17, 2025

বর্ষায় করতোয়া নদীর টাটকা মাছে শাহ্জাদপুর বাজার ভরপুর | Huge River Fishes are Available at Shajadpur

বর্ষায় করতোয়া নদীর টাটকা মাছে শাহ্জাদপুর বাজার ভরপুর | Huge River Fishes are Available at Shajadpur বর্ষায় করতোয়া নদীর টাটকা মাছে শাহ্জাদপুর বাজার ভরপুর | Huge River Fishes are Available at Shajadpur শাহ্জাদপুর সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি জনপদ। এই শহরের পাশ দিয়ে প্রবাহিত হয় করতোয়া, বড়াল ও বাঙ্গালা নদী। শহরের চারপাশ দিয়ে বড় বড় নদী প্রবাহিত হওয়ার কারনে এখানকার বাজারে প্রচুর নদীর মাছের প্রাচুর্য লক্ষ্য করা যায়। শাহ্জাদপুরের মাছ বাজারে পাওয়া যায় নদীর বড় বোয়াল মাছ, চিতল মাছ, আইড় মাছ। এছাড়াও বাজারে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির নদীর ছোট বড় চিংড়ি মাছ ও নদীর সুস্বাদু ছোট মাছ। নদী ও বিলের টাটকা মাছের প্রাচুর্য থাকার কারনে সকাল হতে আশপাশের মানুষজন বাজারে ছুটে আসেন সুস্বাদু মাছ সংগ্রহ করতে। Follow me on Instagram: https://ift.tt/JpH6yQZ Email: tuhin_designer@yahoo.com

No comments:

Post a Comment