Sunday, November 2, 2025

নিলফামারীর ঐতিহ্যবাহী গ্রামীন হাট খগার হাট | Traditional Village Market Khogar Haat

নিলফামারীর ঐতিহ্যবাহী গ্রামীন হাট খগার হাট | Traditional Village Market Khogar Haat নিলফামারীর ঐতিহ্যবাহী গ্রামীন হাট খগার হাট | Traditional Village Market Khogar Haat গ্রামীন জনপদের গ্রামীন হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান নিলফামারী জেলায়। নিলফামারী জেলার ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী হাট খগার হাট। গ্রামীন এই হাটটি একটি সাপ্তাহিক হাট এবং সপ্তাহের দুই দিন হাট বসে। হাটে পাওয়া যায় কৃষকের টাটকা শাকসবজী ও গেরস্থের পালা দেশী হাঁস মুরগী। গ্রামীন খগার হাটে কেমন কৃষিপন্য আমদানী হয়েছে এবং দরদাম জানতে আমাদের খগার হাট পরিক্রমা।