Tuesday, November 11, 2025

মহাসড়কের পাশে সকালের বাজার হতে বাড়ীর বাজার করলাম | Road Side Morning Bazar

মহাসড়কের পাশে সকালের বাজার হতে বাড়ীর বাজার করলাম | Road Side Morning Bazar মহাসড়কের পাশে সকালের বাজার হতে বাড়ীর বাজার করলাম | Road Side Morning Bazar সিরাজগঞ্জ উল্লাপাড়া মহাসড়কের পাশে অবস্থিত শ্রীকোলা বাজার। এটি একটি সকাল বাজার। সকাল ৭টা হতে বাজার শুরু হয় এবং সকাল ১০টায় বাজার শেষ হয়। এই বাজারে পাওয়া যায় কৃষকের টাটকা সবজী শাক এবং নদী বিলের সুস্বাদু টাটকা মাছ। আজ সকালে হাঁটতে হাঁটতে আসলাম শ্রীকোলা বাজারে বাড়ীর বাজার করতে।

No comments:

Post a Comment