Wednesday, January 7, 2026

বাজারে শীতের সবজীর দাম বাড়তি কিনলাম আজ করতোয়া নদীর পাঁকা রুই মাছ | Rural Village Market in BD

বাজারে শীতের সবজীর দাম বাড়তি কিনলাম আজ করতোয়া নদীর পাঁকা রুই মাছ | Rural Village Market in BD বাজারে শীতের সবজীর দাম বাড়তি কিনলাম আজ করতোয়া নদীর পাঁকা রুই মাছ | Rural Village Market in BD অনেকদিন পর আজ বেশ রৌদ্রজ্বল দিন। পৌষের শীতের প্রকপ আজ অনেকটাই কম। আজ তাই বাড়ীর বাজার করার জন্য চলে আসলাম উল্লাপাড়া কাঁচাবাজারে। প্রচন্ড শীতের কারনে বাজারে মাছের আমদানী অনেকটাই কম। বড় আকারের কিছু পাবদা মাছ নিয়ে নিলাম। এরপর বাজারে পেলাম বড় আকৃতির করতোয়া নদীর পাঁকা এক রুই মাছ। বড় নদীর রুই মাছ খেতে খুবই সুস্বাদু হয়। নদীর রুই মাছটাও নিয়ে নিলাম। মাছ কেনা শেষ করে আসলাম মজাদার শীতের সবজী কিনতে। ঘন কুয়াশার কারনে সবজীর ফলন কমে গেছে আর বাজারে আমদানীও কনেক কম। সবজীর আমদানী কম হওয়ার কারনে আবারও সবজীর দাম কিছুটা বাড়তে শুরু করেছে।

No comments:

Post a Comment