Monday, June 10, 2024

হাজার হাজার গরুতে পূর্ণ উল্লাপাড়ার বোয়ালিয়া হাট | ঈদের হাট

হাজার হাজার গরুতে পূর্ণ উল্লাপাড়ার বোয়ালিয়া হাট | ঈদের হাট হাজার হাজার গরুতে পূর্ণ উল্লাপাড়ার বোয়ালিয়া হাট | ঈদের হাট জমে উঠতে শুরু করেছে ঈদুল আযহার পশুর হাট। আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্যতম প্রসিদ্ধ বোয়ালিয়া হাটে। হাট বসে সপ্তাহের প্রতি রবিবার। ঈদকে কেন্দ্র করে হাটে প্রচুর পরিমানে গরুর আমদানী হয়েছে। হাটে কেমন গরু উঠেছে এবং ঈদের গরুর বাজারদর কেমন সেটাই আজ আমরা জানার চেষ্টা করবো। Follow me on Instagram: https://ift.tt/vxO09AV

No comments:

Post a Comment