Sunday, June 1, 2025

ছোট ও মাঝারী আকারের গরুতে জনতার হাট কানায় কানায় পূর্ন

ছোট ও মাঝারী আকারের গরুতে জনতার হাট কানায় কানায় পূর্ন ছোট ও মাঝারী আকারের গরুতে জনতার হাট কানায় কানায় পূর্ন জমে উঠেছে গ্রাম গঞ্জের কোরবানীর পশুর হাট। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার প্রতিটি হাটেই ঈদকে উপলক্ষ্য করে প্রচুর গরুর আমদানী হচ্ছে। কোরবানীর ঈদের হাট দেখতে আজ আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার জনতার হাটে। হাট বসে সপ্তাহের প্রতি শনিবার। এই হাটে পাওয়া যায় কৃষকের পালন করা ছোট ও মাঝারী আকৃতির ষাঁড় গরু। ঈদের হাটে প্রচুর গরুর আমদানী হয়েছে এবং হাট গরু দিয়ে কানায় কানায় পূর্ন। আজ আমরা দেখবো হাটে কেমন গরু এসেছি এবং কেমন দামে বেচাকেনা হচ্ছে।

No comments:

Post a Comment