Monday, June 2, 2025

উল্লাপাড়ার বিখ্যাত বোয়ালিয়া হাটে বৃষ্টিতে বিক্রেতাদের মাথায় হাত

উল্লাপাড়ার বিখ্যাত বোয়ালিয়া হাটে বৃষ্টিতে বিক্রেতাদের মাথায় হাত উল্লাপাড়ার বিখ্যাত বোয়ালিয়া হাটে বৃষ্টিতে বিক্রেতাদের মাথায় হাত সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্যতম বিখ্যাত গবাদী পশুর হাট বোয়ালিয়া হাট। ঈদকে কেন্দ্র করে হাটে এসেছে প্রচুর গরু ছাগল ও মহিষ। আজ আমরা কোরবানীর ঈদের হাটে দেখতে এসেছি বিখ্যাত এই বোয়ালিয়া হাটে। হাটে ছোট ও মাঝারী আকৃতির গরুর চাহিদা যেমন বেশী তেমনী বেচাকেনা বেশী। আমরা হাট ঘুরে দেখার চেষ্টা করছি ব্যাপারীরা গরুর দর কেমন হাঁকছেন ও বিক্রেতার কেমন দামে কোরবানীর গরু সংগ্রহ করার চেষ্টা করছেন।

No comments:

Post a Comment