Sunday, September 7, 2025

জামালপুরের ঐতিহ্যবাহী ফেরী ঘাট গরুর হাট | Feri Ghat Cow Market in Jamalpur

জামালপুরের ঐতিহ্যবাহী ফেরী ঘাট গরুর হাট | Feri Ghat Cow Market in Jamalpur জামালপুরের ঐতিহ্যবাহী ফেরী ঘাট গরুর হাট | Feri Ghat Cow Market in Jamalpur গ্রামীন হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান জামালপুর জেলার ঐতিহ্যবাহী ফেরী ঘাট গরুর হাটে। প্রাচীন এই হাটটি জামালপুর জেলার পাশ দিয়ে প্রবাহিত ব্রক্ষপুত্র নদীর পাঁড়ে অবস্থিত। হাটে পাওয়া উন্নত জাতের বড় বড় ষাঁড় ও দেঁশাল ষাঁড় গরু। যারা ছোট ছোট উন্নত জাতের ষাঁড় গরু দিয়ে খামার করবেন তাদের জন্য এই হাটটি হতে উপযুক্ত। কারন এই হাটে শাহীওয়াল ও অন্যান্য উন্নত জাতের ছোট ছোট ষাঁড় বাছুর পাওয়া যায়। এছাড়াও এই হাটটি বকনা ও গাভী গরুর জন্যও বেশ প্রসিদ্ধ।

No comments:

Post a Comment