Thursday, September 4, 2025

নদীর পাঁড়ে সকালের বাজারে পাওয়া যায় কৃষকের টাটকা সবজী তাজা মাছ | Morning Market by the River

নদীর পাঁড়ে সকালের বাজারে পাওয়া যায় কৃষকের টাটকা সবজী তাজা মাছ | Morning Market by the River নদীর পাঁড়ে সকালের বাজারে পাওয়া যায় কৃষকের টাটকা সবজী তাজা মাছ | Morning Market by the River হাট বাজার ভ্রমন পর্বে আজ আমরা এসেছি জামালপুর জেলার। জামালপুর সদরে সকালে নদীর পাঁড়ে ছোট্ট সুন্দর একটি বাজার বসে। বাজারটির নাম ফৌজদারী ঘাট বাজার। এই বাজারের ক্রেতা মূলত যারা সকালবেলা শরীর চর্চা করতে বাসা থেকে বের হন। সকালবেলা কৃষকেরা তাদের জমির উৎপাদিত টাটকা সবজী ও হাঁস মুরগী বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। বাজারে পাওয়া নদী ও বিলের তরতাজা মাছ। নদীর পাঁড়ে অবস্থান হওয়ার জন্য বাজারটির রয়েছে গ্রামীন একটি পরিবেশ।

No comments:

Post a Comment