Saturday, January 10, 2026

বাজার থেকে আজকে কিনলাম বিশাল সুদর্শন ব্রাহামা মোরগ | Big Brahama Cock in Village Market

বাজার থেকে আজকে কিনলাম বিশাল সুদর্শন ব্রাহামা মোরগ | Big Brahama Cock in Village Market বাজার থেকে আজকে কিনলাম বিশাল সুদর্শন ব্রাহামা মোরগ | Big Brahama Cock in Village Market চমৎকার সুন্দর রৌদ্রজ্বল দিনে আজ আসলাম উল্লাপাড়া বাজারে। আজ বাড়ীর বাজার করতে হবে। একটু বেলা গড়িয়ে যাওয়ার কারনে মাছ বাজারে মাছ অনেক কম। মাছের বারবিকিউ খাওয়ার জন্য কিনলাম মাঝারী আকারের কয়েকটা তেলাপিয়া মাছ। মুরগীর বাজারে দেখলাম বড় আকারের ব্রাহামা মোরগ। এই প্রথম উল্লাপাড়া বাজারে ব্রাহামা মোরগ দেখতে পেলাম। এটি দেখতে খুবই সুদর্শন ও বিশাল আকার। পছন্দ হওয়াতে আজকে একটা ব্রাহামা মোরগ কিনলাম। এরপর প্রয়োজনীয় বাজার সম্পন্ন করে বাজার নিয়ে বাসায় ফিরলাম।

No comments:

Post a Comment