Quick and easly home made snack recipes blog. You can learn here how to make snack easily. Learn cooking and enjoy with your family.
Thursday, December 25, 2025
বিয়ের অনুষ্ঠানের অতিথিদের জন্য সাত কেজির বিশাল মাছ কিনলাম | A Big Fish for Wedding program
বিয়ের অনুষ্ঠানের অতিথিদের জন্য সাত কেজির বিশাল মাছ কিনলাম | A Big Fish for Wedding program বিয়ের অনুষ্ঠানের অতিথিদের জন্য সাত কেজির বিশাল মাছ কিনলাম | A Big Fish for Wedding program গ্রামে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় স্বজন চলে এসেছেন বিয়ের দাওয়াতে। অতিথিদের জন্য দুপুরের খাবার রান্না করতে হবে, তাই প্রচুর বাজার করতে হবে। অতিথিদের জন্য কাঁচাবাজার করতে চলে আসলাম উল্লাপাড়া বাজারে। মাছ এবং সবজী কিনতে হবে। বাজার ঘুরে বড় একটা সাত কেজি ওজনের মাছ কিনলাম এবং শীতকালীন বিভিন্ন রকমের টাটকা সবজীও কিনলাম। বড় ব্যাগ ভর্তি সবজী ও বড় মাছ নিয়ে আমরা বাজার হতে রওনা হলাম বাড়ীর পথে।
Tuesday, December 16, 2025
বাজারে আজকে পেলাম করতোয়া নদীর রুই যমুনা নদীর বাঘাইড় মাছ | Rural Village Market
বাজারে আজকে পেলাম করতোয়া নদীর রুই যমুনা নদীর বাঘাইড় মাছ | Rural Village Market বাজারে আজকে পেলাম করতোয়া নদীর রুই যমুনা নদীর বাঘাইড় মাছ | Rural Village Market বাড়ীর বাজার করতে আজ আসলাম উল্লাপাড়া কাঁচাবাজারে। বাজারে আজ নদী বিলের প্রচুর মাছ উঠেছে। মাছ বাজারে পেলাম করতোয়া নদীর বেশ বড় একটা রুই মাছ। নদীর বড় রুই মাছ খেতে খুবই মজা হয়। নিয়ে নিলাম নদীর বড় রুই মাছ। এরপর পেলাম যমুনা নদীর বাঘাইড় মাছ। বড় আকৃতির বাঘাইড় মাছ খেতে খুবই মজাদার, তবে ছোট বাঘাইড় মাছের স্বাদ অপেক্ষাকৃত কম। এরপর নিয়ে নিলাম যমুনা নদীর ছোট বাঘাইড় মাছ। বাজারে এখন প্রচুর শীতের টাটকা সবজী পাওয়া যাচ্ছে এবং দামও বেশ কমে এসেছে। মাছ দিয়ে খাওয়ার জন্য পছন্দমত কিছু শীতের সবজীও নিয়ে নিলাম।
Friday, December 12, 2025
তোয়া তাহা এগ্রো ফার্মে এবার কি আমি কোরবানীর ষাঁড় গরু পালন করি নাই | Handsome Bulls For 2026
তোয়া তাহা এগ্রো ফার্মে এবার কি আমি কোরবানীর ষাঁড় গরু পালন করি নাই | Handsome Bulls For 2026 তোয়া তাহা এগ্রো ফার্মে এবার কি আমি কোরবানীর ষাঁড় গরু পালন করি নাই | Handsome Bulls For 2026 তোয়া তাহা এগ্রো ফার্মে আসলাম, খামারে পালন করা গরুগুলি দেখতে। খামারে বেশ কিছু গরু পালন করা হচ্ছে, তাদের পরিচর্যা ও খাবারদাবার দেখভাল করতে আজকে খামারে আসা। এবার খামারে পালন করেছি বেশ কয়েকটি বড় গাভী গরু ও কয়েকটি ছোট বকনা গরু। প্রতিবছরের ন্যায় এবছর মাত্র কয়েকটি বড় ষাঁড় গরু পালন করেছি। ষাঁড় গরুগুলি আসন্ন ২০২৬ কোরবানীর ঈদকে উপলক্ষ্য করে পালন করা হচ্ছে। আপনারা যদি কোরবানীর ষাঁড়গুলি পছন্দ করেন তাহলে যোগাযোগ করতে পারেন 01717-821712 নাম্বারে।
Tuesday, December 9, 2025
বিলের শোল মাছ কৃষকের টাটকা সবজী কিনলাম গয়হাট্টা হাটে | Rural Village Market
বিলের শোল মাছ কৃষকের টাটকা সবজী কিনলাম গয়হাট্টা হাটে | Rural Village Market বিলের শোল মাছ কৃষকের টাটকা সবজী কিনলাম গয়হাট্টা হাটে | Rural Village Market আজ গিয়েছি গ্রামের হাটে। আজ বসেছে সাপ্তাহিক গ্রামীন হাট গয়হাট্টা হাটে। এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া অবস্থিক গ্রাম্য হাট, হাট বসে সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার। আজ মঙ্গলবারের হাটে বাড়ীর বাজার করার জন্য এসেছি। শীতের মৌসুমে হাটে উঠেছে প্রচুর টাটকা শাকসবজী ও বিলের তাজা তাজা মাছ। হাট থেকে আজ কিনলাম মাঝারী সাইজের কয়েকটি বিলের শোল মাছ। এরপর হাট ঘুরে ঘুরে কিনলাম টাটকা টাটকা সবজী। শীতের সবজীতে হাট এখন ভরপুর।
Saturday, December 6, 2025
সমান্তবর্তী বিখ্যাত পাটগ্রাম গরুর হাটে সারা দেশ হতে ক্রেতারা আসেন | Patgram Cow Market
সমান্তবর্তী বিখ্যাত পাটগ্রাম গরুর হাটে সারা দেশ হতে ক্রেতারা আসেন | Patgram Cow Market সমান্তবর্তী বিখ্যাত পাটগ্রাম গরুর হাটে সারা দেশ হতে ক্রেতারা আসেন | Patgram Cow Market হাট পরিক্রমায় আজ আমরা এসেছি উওরের জেলা লালমনিরহাটের সর্বশেষ উপজেলার পাটগ্রাম হাটে। সীমান্তবর্তী এই হাটে পাওয়া যায় ছোট বড় খামার উপযোগী বিভিন্ন প্রজাতির গরু। খামার উপযোগী এই সমস্ত গরু সংগ্রহ করতে সারা দেশ হতে পাইকার ও খামারীরা আসেন পছন্দের গরু সংগ্রহ করতে। আজ আমরা অবস্থান করছি পাটগ্রাম হাটে। সকাল হতে হাটে গরু উঠতে শুর করে এবং বেচাবিক্রি শুরু হয়। গরু ছাড়াও এই হাটে পাওয়া যায় ছাগল ও মহিষ। পাটগ্রাম হাট ঘুরে বিভিন্ন আকৃতির গরুর দরদাম জানার চেষ্টা করছি আজকে আমরা।
Wednesday, December 3, 2025
গ্রামের সাপ্তাহিক হাট থেকে টাটকা সবজী মাছ বাড়ীর বাজার করলাম | Weekly Village Market
গ্রামের সাপ্তাহিক হাট থেকে টাটকা সবজী মাছ বাড়ীর বাজার করলাম | Weekly Village Market গ্রামের সাপ্তাহিক হাট থেকে টাটকা সবজী মাছ বাড়ীর বাজার করলাম | Weekly Village Market বাড়ীর বাজার করার জন্য আজ এসেছি গ্রামের হাটে। আজ এসেছি কয়রা হাটে, এই হাট বসে সপ্তাহের দুই দিন। হাটে পাওয়া যায় টাটকা শাকসবজী আর তাজ তাজা বিভিন্ন প্রজাতির মাছ। হাট থেকে মাছ আর টাটকা সবজী নিয়ে নিলাম। বাড়ীর ছাদে রোপনের জন্য কিছু সবজীর চারাও নিয়েছি এবং সেই সঙ্গে বাড়ীর জন্য মজাদার গুড়ের জিলাপী।
Monday, December 1, 2025
বাজার থেকে ধলাই নদীর বাইন আইড় মাছ শীতের সবজী কিনলাম | Fresh River Fish Available in Village Market
বাজার থেকে ধলাই নদীর বাইন আইড় মাছ শীতের সবজী কিনলাম | Fresh River Fish Available in Village Market বাজার থেকে ধলাই নদীর বাইন আইড় মাছ শীতের সবজী কিনলাম | Fresh River Fish Available in Village Market শীতের সকাল, একটু রোদ উঠতেই বের হলাম বাজারের উদ্দেশ্যে। সকালবেলা বাজারে উঠেছে নতুন নতুন শীতের সবজী। মাছ বাজারে এসে দেখলাম নদী বিলের প্রচুর টাটকা মাছ উঠেছে আজ। বাজার ঘুরে বিভিন্ন প্রজাতির মাছের দাম জানলাম প্রথমে। এবার বাড়ীর জন্য মাছ কিনলাম প্রথমে নদীর বাইন মাছ আর টাটকা আইড় মাছ। মাছ খাওয়ার জন্য শীতের টাটকা কিছু সবজী সংগ্রহ করলাম বাজার থেকে।
Subscribe to:
Comments (Atom)