Thursday, December 25, 2025

বিয়ের অনুষ্ঠানের অতিথিদের জন্য সাত কেজির বিশাল মাছ কিনলাম | A Big Fish for Wedding program

বিয়ের অনুষ্ঠানের অতিথিদের জন্য সাত কেজির বিশাল মাছ কিনলাম | A Big Fish for Wedding program বিয়ের অনুষ্ঠানের অতিথিদের জন্য সাত কেজির বিশাল মাছ কিনলাম | A Big Fish for Wedding program গ্রামে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় স্বজন চলে এসেছেন বিয়ের দাওয়াতে। অতিথিদের জন্য দুপুরের খাবার রান্না করতে হবে, তাই প্রচুর বাজার করতে হবে। অতিথিদের জন্য কাঁচাবাজার করতে চলে আসলাম উল্লাপাড়া বাজারে। মাছ এবং সবজী কিনতে হবে। বাজার ঘুরে বড় একটা সাত কেজি ওজনের মাছ কিনলাম এবং শীতকালীন বিভিন্ন রকমের টাটকা সবজীও কিনলাম। বড় ব্যাগ ভর্তি সবজী ও বড় মাছ নিয়ে আমরা বাজার হতে রওনা হলাম বাড়ীর পথে।

No comments:

Post a Comment