Wednesday, December 3, 2025

গ্রামের সাপ্তাহিক হাট থেকে টাটকা সবজী মাছ বাড়ীর বাজার করলাম | Weekly Village Market

গ্রামের সাপ্তাহিক হাট থেকে টাটকা সবজী মাছ বাড়ীর বাজার করলাম | Weekly Village Market গ্রামের সাপ্তাহিক হাট থেকে টাটকা সবজী মাছ বাড়ীর বাজার করলাম | Weekly Village Market বাড়ীর বাজার করার জন্য আজ এসেছি গ্রামের হাটে। আজ এসেছি কয়রা হাটে, এই হাট বসে সপ্তাহের দুই দিন। হাটে পাওয়া যায় টাটকা শাকসবজী আর তাজ তাজা বিভিন্ন প্রজাতির মাছ। হাট থেকে মাছ আর টাটকা সবজী নিয়ে নিলাম। বাড়ীর ছাদে রোপনের জন্য কিছু সবজীর চারাও নিয়েছি এবং সেই সঙ্গে বাড়ীর জন্য মজাদার গুড়ের জিলাপী।

No comments:

Post a Comment