Tuesday, December 9, 2025

বিলের শোল মাছ কৃষকের টাটকা সবজী কিনলাম গয়হাট্টা হাটে | Rural Village Market

বিলের শোল মাছ কৃষকের টাটকা সবজী কিনলাম গয়হাট্টা হাটে | Rural Village Market বিলের শোল মাছ কৃষকের টাটকা সবজী কিনলাম গয়হাট্টা হাটে | Rural Village Market আজ গিয়েছি গ্রামের হাটে। আজ বসেছে সাপ্তাহিক গ্রামীন হাট গয়হাট্টা হাটে। এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া অবস্থিক গ্রাম্য হাট, হাট বসে সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার। আজ মঙ্গলবারের হাটে বাড়ীর বাজার করার জন্য এসেছি। শীতের মৌসুমে হাটে উঠেছে প্রচুর টাটকা শাকসবজী ও বিলের তাজা তাজা মাছ। হাট থেকে আজ কিনলাম মাঝারী সাইজের কয়েকটি বিলের শোল মাছ। এরপর হাট ঘুরে ঘুরে কিনলাম টাটকা টাটকা সবজী। শীতের সবজীতে হাট এখন ভরপুর।

No comments:

Post a Comment