Thursday, January 15, 2026

মহাসড়কের পাশের সকালের বাজার হতে কিনলাম টাটকা সবজী মাছ | Morning Rural Village Market

মহাসড়কের পাশের সকালের বাজার হতে কিনলাম টাটকা সবজী মাছ | Morning Rural Village Market মহাসড়কের পাশের সকালের বাজার হতে কিনলাম টাটকা সবজী মাছ | Morning Rural Village Market মহাসড়কের পাশে সকালবেলা জমে উঠেছে গ্রামের বাজার। সকালবেলা কৃষকেরা জমি থেকে টাটকা সবজী তুলে নিয়ে আসেন গ্রামের ছোট্ট এই বাজারে। কৃষকের টাটকা সবজী ছাড়াও এই বাজারে পাওয়া যায় নদী বিলের বিভিন্ন প্রজাতির মাছ। সকালবেলা সকলেই হাঁটতে হাঁটতে চলে আসেন গ্রামের ছোট এই বাজারে। আজ আমি বাড়ীর বাজার করার জন্য আসলাম গ্রাম্য শ্রীকোলা বাজারে। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে আজ আমি সস্তা চাষের মাছ কিনলাম বাড়ীতে খাওয়ার জন্য।

No comments:

Post a Comment