Monday, January 19, 2026

গ্রামের বাজার হতে নদীর বোয়াল বিলের শোল মৃগেল মাছ আনলাম | River Fish in Village Fish Market

গ্রামের বাজার হতে নদীর বোয়াল বিলের শোল মৃগেল মাছ আনলাম | River Fish in Village Fish Market গ্রামের বাজার হতে নদীর বোয়াল বিলের শোল মৃগেল মাছ আনলাম | River Fish in Village Fish Market আজ মেয়েকে সাথে নিয়ে বাজারে চললাম বাড়ীর বাজার করতে। সকালবেলাতেই মাছের বাজার বিভিন্ন প্রকারের মাছে পরিপূর্ন। আজ বাজারে নদী বিলের মাছের বেশ আমদানী হয়েছে। প্রথমে কিনলাম একটা মৃগেল মাছ, এরপর দেখেশুনে নিলাম একটা নদীর বোয়াল মাছ। সবার শেষে নিলাম বিলের বড় সাইজের একটা শোল মাছ। বাজারে শীতের সবজীর যথেষ্ট আমদানী থাক স্বত্তেও, শীতের সবজীর দাম বেশ চড়া। কিছু শীতের সবজীও কিনলাম আজ। অবশেষে বাজার শেষে আমি আর তোয়া রওনা হলাম বাড়ীর পথে।

No comments:

Post a Comment