Friday, May 16, 2025

বাড়ীর ছাদে ছোট ভাইয়ের ছাগলের খামার

বাড়ীর ছাদে ছোট ভাইয়ের ছাগলের খামার একটি ছাগল দিয়ে ছাদের উপর শখের বশে ছাগল পালন শুরু করেছিল ছোট ভাই। আস্তে আস্তে খামারে ছাগল বারতে থাকায় ছাগলের জন্য বাসস্থান তৈরী করতে হয় এবং শখের ছোট্ট সেই খামার বড় হয় এবং ছাগলের সংখ্যা বাড়তে থাকে। সেখান থেকে প্রতি বছর একটি ছাগল কোরবানী দেওয়া হয় এবং অতিরিক্ত ছাগল কোরবানীর ঈদের জন্য তৈরী করা হয়। এবছর ঈদের জন্য সুন্দর একটি বড় খাসী ছাগল ছোট ভাই লালন পালন করেছে।

No comments:

Post a Comment