Tuesday, May 20, 2025

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার শখের খামারের সুদর্শন কোরবানীর ষাঁড় গরু

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার শখের খামারের সুদর্শন কোরবানীর ষাঁড় গরু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার শখের খামারের সুদর্শন কোরবানীর ষাঁড় গরু আসন্ন ২০২৫ সালের কোরবানীর ঈদকে উপলক্ষ্য করে দেশের খামারীরা লালনপালন করেছেন সুদর্শন ষাঁড় গরু। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অবসরপ্রান্ত সেনা কর্মকর্তা শখের বসে গড়ে তুলেছেন সুন্দর একটি গরুর খামার। এবারের ঈদের জন্য তিনি তার খামারে পালন করেছেন সুদর্শন শাহীওয়াল ও বিদেশী জাতের বড় বড় গরু। আমরা আজ দেখবো তিনি কেমন আকৃতির গরু লালনপালন করেছেন এবং আসন্ন ঈদে গরুগুলির মূল্য কেমন আশা করছেন। খামারী: মোঃ আকমল হোসেন, যোগাযোগ: 01716-796613

No comments:

Post a Comment