Wednesday, May 21, 2025

বিশ্ববিদ্যালয় ছাত্রের পালন করা সুদর্শন শাহীওয়াল ষাঁড়

বিশ্ববিদ্যালয় ছাত্রের পালন করা সুদর্শন শাহীওয়াল ষাঁড় বিশ্ববিদ্যালয় ছাত্রের পালন করা সুদর্শন শাহীওয়াল ষাঁড় রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার বাসিন্দা সামিউল ভাই এক জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পশু পাখির প্রতি ভালোবাসা থেকে লালনপালন করেছেন সুদর্শন একটি শাহীওয়াল জাতের ষাঁড় গরু। পরম মমতায় পালন করা ষাঁড় গরুটি ২০২৫ সালের ঈদুল আযহার জন্য তিনি প্রস্তুত করেছেন। আমরা আজ জানতে চেষ্টা করবো ষাঁড় গরুটি কিভাবে তিনি পালন করেছেন এবং আসন্ন ঈদের তিনি তার গরুটির মূল্য কত নির্ধারন করেছেন। খামারী: মোঃ সামিউল, যোগাযোগ: 01305-113432

No comments:

Post a Comment