Saturday, May 24, 2025

পাবনার বিল্লা প্রান্তিক খামারীর পালন করা সুদর্শন বিশালদেহী গরু

পাবনার বিল্লা প্রান্তিক খামারীর পালন করা সুদর্শন বিশালদেহী গরু পাবনার বিল্লা প্রান্তিক খামারীর পালন করা সুদর্শন বিশালদেহী গরু ঈদকে কেন্দ্র করে প্রান্তিক খামারীরা পালন করেছেন সুন্দর সুন্দর সুবিশাল সব ষাঁড় গরু। এমন সুন্দর দানবাকৃতির একটি ষাঁড় গরু দেখার জন্য আজ আমরা এসেছি পাবনার চাটমোহরে। এখানে প্রান্তিক খামারী রতন ভাই পরম মমতায় পালন করেছেন একটি বিশাল ষাঁড় গরু যার নাম পাবনার বিল্লা। পাবনার বিল্লা যেমন বড় তেমনই সুন্দর এবং এত বড় গরু পাবনার কোন প্রান্তিক খামারীর বাড়ীতে নেই। আমরা পাবনার বিল্লার লালনপালন এবং কোরবানীতে বিক্রয়ের মূল্য সম্পর্কে জানতে কথা বললাম খামারী রতন ভাইয়ের সাথে। খামারী: মোঃ রতন, যোগাযোগ: 01732-469036

No comments:

Post a Comment