Friday, May 30, 2025

বৃষ্টিভেজা গ্যাসলাইন ঈদের হাটে গরুর আমদানী প্রচুর বিক্রি কম | Qurbani Eid Market 2025

বৃষ্টিভেজা গ্যাসলাইন ঈদের হাটে গরুর আমদানী প্রচুর বিক্রি কম | Qurbani Eid Market 2025 বৃষ্টিভেজা গ্যাসলাইন ঈদের হাটে গরুর আমদানী প্রচুর বিক্রি কম | Qurbani Eid Market 2025 জমে উঠেছে কোরবানীর পশুর হাট। শুক্রবার জমে উঠেছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বিখ্যাত গ্যাসলাইন পশুর হাট। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে পুরো হাট কর্দমাক্ত। ঈদের হাটে আজ প্রচুর গরুর আমদানী হয়েছে। বড় মাঝারী এবং ছোট গরুতে হাট আজ পরিপূর্ন। ঈদের হাটে কেমন গরু উঠেছে এবং ব্যাপারীরা গরুর কেমন দর হাঁকছেন জানতে আজ আমরা এসেছি উল্লাপাড়ার গ্যাসলাইন হাটে।

No comments:

Post a Comment